• Home
  • Disclaimer
  • Privacy Policy
  • Sitemaps

NTRCA

Non-Government Teachers’ Registration & Certification Authority (NTRCA)

Select Menu
  • Home
  • About NTRC Exam
  • Syllabus
    • School Syllabus
    • College Syllabus
  • Study Materials
  • Solutions
  • Notice
  • Results
    • Font Awesome
    • HTML Editor
    • HTML Encrypter
    • Code Color
    • Responsive Cek
  • News
  • Static Page
Home » Latest » NTRCA Jobs » Ntrca News » বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে (এনটিআরসিএ) কার্যালয়ে নিয়োগ

বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে (এনটিআরসিএ) কার্যালয়ে নিয়োগ

Ripon Abu Hasnat
Add Comment
Latest, NTRCA Jobs, Ntrca News
বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের জন্য নিম্নলিখিত পদে লোক নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের পার্শ্বে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং বেতনক্রম উল্লেখ করা হলো: 

পদের নাম ও বেতন স্কেল: 
সহকারী প্রোগ্রামার ১১০০০-২০৩৭০/-(২০০৯-এর জাতীয় বেতনস্কেল অনুযায়ী) 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
ক. পদার্থবিজ্ঞান / ফলিত পদার্থবিজ্ঞান / গণিত / পরিসংখ্যান / অর্থনীতি/ বানিজ্য/ব্যবসায় প্রশাসন-এ স্নাতকোত্তর ডিগ্রী বা বিএসসি (ইঞ্জিনিয়ারিং)।
খ. প্রোগ্রামিং সম্পর্কিত যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
গ. স্বীকৃত প্রফেশনাল কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য (Associate Membership) হতে হবে।

বয়সসীমা:
 ২১-৩০ বছর

পদসংখ্যা:
১ জন

শর্তাবলি:
১. আবেদনপত্র সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০১৫ খ্রি: তারিখ অথবা তৎপূর্বে অফিস চলাকালীন সময়ের মধ্যে সরকার নির্ধারিত ফরমে (জনপ্রশাসন মন্ত্রনালয়ের mopa.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে)। “চেয়ারম্যান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA), নায়েম ক্যাম্পাস, একাডেমিক ভবন (৬ষ্ঠ তলা), ধানমন্ডি, ঢাকা- ১২০৫” ঠিকানায় অবশ্যই রেজিষ্টার ডাকযোগে পৌঁছাতে হবে। রেজিষ্টারভুক্ত ছাড়া সরাসরি বা হাতে হাতে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
২. আবেদনকারীদের বয়স ৩১ ডিসেম্বর ২০১৫ খ্রি: তারিখে ২১-৩০ বছরের মধ্যে হতে হবে
৩. আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র/ডকুমেন্ট অবশ্যই সংযুক্ত থাকতে হবে। অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
ক. আবেদনপত্রে নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, নিজ জেলা, জন্মতারিখ, ধর্ম, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে) ইত্যাদি উল্লেখ করতে হবে।
খ. প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কতৃক সত্যায়িত সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ৩ (তিন) কপি রঙিন ছবি।
গ. বয়স প্রমাণের জন্য এসএসসি/সমমান পরীক্ষার মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি।
ঘ. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি।
ঙ. সকল শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতার মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি।
চ. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার প্রদত্ত নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি।
ছ. আবেদনকারীর নাম ও পত্র যোগাযোগের ঠিকানা (বর্তমান ঠিকানা) লেখা ১০.০০ (দশ) টাকার অব্যবহৃত ডাকটিকেট সংযুক্ত আনমানিক ১০”×৪.৫” মাপের একটি খাম।
জ. পরীক্ষার ফি বাবদ চেয়ারম্যান, এনটিআরসিএ-এর অনুকূলে ৩০০/- (তিনশত) টাকার ব্যাংক ড্রাফ্ট/পে-অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে;
ঝ. মুক্তিযোদ্ধা সন্তান/শহীদ মুক্তিযোদ্ধা সন্তান, উপজাতি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ প্রত্যয়নসহ আবেদন করতে হবে।
ঞ. এতিমখানা নিবাসী/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজ কল্যাণ অধিদপ্তরের নিবন্ধনকরণ সনদের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে;
৪. আবেদনপত্রের সাথে সংযুক্ত ছবি এবং অন্যান্য সকল কাগজপত্র একজন প্রথম শ্রেণীর সরকারি গেজেটেড কর্মকর্তার নাম সম্বলিত সিল দ্বারা সত্যায়িত হতে হবে।
৫. আবেদনপত্র প্রেরণের খামের বাম পার্শ্বের উপরের অংশে অবশ্যই স্পষ্ট অক্ষরে পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে।
৬. সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকুরীরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র প্রেরণ করতে হবে।
৭. অস্পষ্ট / অসম্পূর্ণ / বিলম্বে পৌঁছানো/ কাটাছেঁড়াযুক্ত/ একই খামের মধ্যে একাধিক আবেদনপত্র অথবা আবেদনপত্রের গায়ে কোন প্রকার সুপারিশ থাকলে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে।
৮.ইতোপূর্বে যারা আবেদন করেছেন যোগ্যতা সাপেক্ষে তারাও পুণরায় আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে পূর্বের আবেদনপত্রের সাথে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার দিয়ে থাকলে তাঁদেরকে নতুন করে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার দেয়ার প্রয়োজন নেই।
৯. লিখিত / মৌখিক / ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১০. কোন কারণ দর্শানো ব্যতিরেকে যেকোন আবেদনপত্র বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
১১. নিয়োগের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

Suka Artikel? Bagikan: Facebook Twitter Google+
0 Komentar untuk "বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে (এনটিআরসিএ) কার্যালয়ে নিয়োগ"

নবীনতর পোস্ট পুরাতন পোস্ট হোম
এতে সদস্যতা: মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

Popular Posts

  • শিক্ষক নিবন্ধন থাকলে আর পরীক্ষা দিতে হবে না
    শিক্ষক নিবন্ধন থাকলে আর পরীক্ষা দিতে হবে না
    বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন আইন সংশোধনের সুপারিশ করা হয়েছে। শিক্ষক হিসেবে নিয়োগের জন্য আর পরীক্ষা দিতে হবে না, নিবন্ধন সনদ থাকলেই...
  • বাংলা বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন-উত্তর
    বাংলা বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন-উত্তর
    প্রশ্ন : শাহনামা মৌলিক গ্রন্থটি কার ? উত্তর : ফেরদৌসী প্রশ্ন : ড . মুহাম্মদ শহিদুল্লাহর বাংলা সাহিত্যর ইতিহাস গ্রন্থে...
  • রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের নাম মনে রাখার কৌশল
    রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের নাম মনে রাখার কৌশল
    রবীন্দ্রনাথ ঠাকুর ( ৭ই মে , ১৮৬১ - ৭ই আগস্ট , ১৯৪১ / ২৫ বৈশাখ , ১২৬৮ - ২২ শ্রাবণ , ১৩৪৮ বঙ্গাব্দ ) ছিলেন অগ্রণী বাঙালি কবি , ...
  • বেসরকারি শিক্ষক নিবন্ধন: প্রিলিমিনারি পাসের পর লিখিত পরীক্ষা
    বেসরকারি শিক্ষক নিবন্ধন: প্রিলিমিনারি পাসের পর লিখিত পরীক্ষা
    বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। একসঙ্গে ২ পরীক্ষার পরিবর্তে এখন থেকে আলাদাভাবে প্রিলিমিনারিতে পাস করার পর পর...
  • NTRCA Exams Syllabus of Social Welfare/Social Work– College Level
    NTRCA Exams Syllabus of Social Welfare/Social Work– College Level
    বিষয় : সমাজকল্যাণ/সমাজকর্ম (Social Welfare/Social Work)   বিষয়  কোড : ৪০৯ পূর্ণমান-১০০    a. Definition, objectives, history and ...
  • NTRCA 13th Teacher's Registration Exam
    NTRCA 13th Teacher's Registration Exam
    Non Government Teachers Registration & Certification Authority 13th Teacher's Registration Exam Circular has been published. NTRCA ...
  • কম্পিউটার নেটওয়ার্ক কী?
    কম্পিউটার নেটওয়ার্ক কী?
    কম্পিউটার নেটওয়ার্ক ( Computer network ) হচ্ছে এমন একটি ব্যবস্থা যাতে দুই বা ততোধিক কম্পিউটার একসাথে যুক্ত থাকে। কম্পিউটার নেটওয়ার্ক ...
  • বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে (এনটিআরসিএ) কার্যালয়ে নিয়োগ
    বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে (এনটিআরসিএ) কার্যালয়ে নিয়োগ
    বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের জন্য নিম্নলিখিত পদে লোক নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশ...
  • NTRCA Exams Syllabus of Political Science– College Level
    NTRCA Exams Syllabus of Political Science– College Level
    বিষয়ঃ রাষ্ট্রবিজ্ঞান ( Political Science ) বিষয় কোডঃ ৪০৪ পূর্নমান   ১০০ a. Political Science: Nature, Scope and Method and i...
  • প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে ডিজিটাল পদ্ধতিতে
    প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে ডিজিটাল পদ্ধতিতে
    প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের পরীক্ষা পদ্ধতি ডিজিটালাইজ করার উদ্যোগ নিয়েছে সরকার। এই পদ্ধতিতে পরীক্ষার পূর্বমুহূর্তে কেন্দ্রীয়ভাবে ত...

লেবেল

  • 14th NTRCA Exam
  • বাইতুল হিকমাহ
  • বিজয় সেন
  • About
  • College Syllabus
  • general knowledge
  • Information
  • Introduction
  • Latest
  • MCQ Questions and Answer
  • NTRCA Exanination
  • NTRCA Jobs
  • Ntrca News
  • Study Materials

লেবেল

  • 14th NTRCA Exam
  • বাইতুল হিকমাহ
  • বিজয় সেন
  • About
  • College Syllabus
  • general knowledge
  • Information
  • Introduction
  • Latest
  • MCQ Questions and Answer
  • NTRCA Exanination
  • NTRCA Jobs
  • Ntrca News
  • Study Materials
Copyright 2014 NTRCA - All Rights Reserved
Template By Dian Anarchyta